টানা কয়েকদিন ধরে জ্বর৷ সেই সঙ্গে গাঁটে গাঁটে ভীষণ যন্ত্রণা৷ মুখে একটুও স্বাদ নেই৷ খেতে ইচ্ছে করছে না। একজন দুজন নন, এমন অসুখে ভুগছেন অনেকেই। যাঁরা আগে কোভিডে আক্রান্ত হয়েছেন, তাঁদের কাছে এসব কিন্তু চেনা উপসর্গ। তাহলে কি কোভিড ফিরছে? ভয় পাচ্ছেন অনেকেই।
ভয় পাওয়ার মতো কিছু তথ্য সামনে আসছেও৷ আম্বানিদের বিয়েতে যেতে পারেননি অক্ষয় কুমার। তাঁর করোনা হয়েছিল। প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রেরও কোভিড হয়েছিল সম্প্রতি৷ তথ্য বলছে, গত মাসে আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ১ শতাংশ। এমারজেন্সিতে ভর্তির সংখ্যা বেড়েছে ২৩ শতাংশ। হাসপাতালে ভর্তির সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। তবে আশার কথা হক, আক্রান্তের সংখ্যা বাড়লেও কোভিডে মৃত্যুর সংখ্যা কমেছে ২৫ শতাংশ।
তবে দুশ্চিন্তা করার কারণ দেখছেন না পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বা সিনিয়র পাবলিক হেলথ স্পেশালিস্ট ডাক্তার সুবর্ণ গোস্বামী। তাঁর বক্তব্য, বছরের এই বিশেষ সময়টায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার দাপট একটু বাড়ে। ঘরে ঘরে সর্দিজ্বর হয় কথা। ফ্যারেঞ্জাইটিসও ভীষণ হয়। আবার ডেঙ্গির ধরনও বদলাচ্ছে নিয়মিত। ফলে কিছু কোভিড কেস এলেও করোনার প্রত্যাবর্তন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই৷
ডাক্তারবাবুর আশ্বাস, কোভিডের নতুন কোনও স্ট্রেন আসেনি৷ অধিকাংশ মানুষেরই ভ্যাকসিন নেওয়া আছে৷ ফলে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা কম।