কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখনই বিবৃতি দিল আরেকটি করোনা টিকা কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়েটেক. সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের ভ্যাকসিনে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। প্রথমে নিরাপত্তা এবং তারপর কার্যকারিতার উপর নজর দিয়েই কোভ্যাক্সিন তৈরি করা হয়েছিল।
কোভিশিল্ড যাঁরা নিয়েছেন, তাঁদের অনেকেরই থ্রম্বোসিস এবং থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম দেখা দিয়েছে। অর্থাৎ একদিকে রক্তনালিতে রক্ত জমাট বাঁধতে শুরু করেছে, অন্যদিকে দ্রুত কমেছে প্লেটলেটের সংখ্যা। কিন্তু কোভ্যাক্সিন যাঁরা নিয়েছেন, তাঁদের কোনওরকম পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট পাওয়া যায়নি বলে জানিয়েছে ভারত বায়োটেক।
এক্স হ্যান্ডেলে সংস্থার দাবি, কোভিড ১৯ ভ্যাকসিনেশন কর্মসূচিতে কোভ্যাক্সিনই একমাত্র করেনা টিকা, যার কার্যকারিতার পরীক্ষা ভারতেই করা হয়েছিল। ফলে দুশ্চিন্তার কোনও কারণ নেই।