অলিম্পিকে আরও এক রেকর্ড। মাত্র ১৩ বছর বয়সে অলিম্পিকে সোনা জিতলেন জাপানের প্রতিযোগী মমিজি নিশিয়ার।
স্ট্রিট স্কেট বোর্ডিংয়ের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন জাপানের এই খেলোয়াড়।
মমিজি নিশিয়ার বয়স মাত্র ১৩ বছর ৩৩০ দিন। মাত্র ১৩ বছরেই স্কিট বোর্ডিংয়ে ঘরের মাঠে যা খেল দেখালেন মমিজি, তা দেখে তাজ্জব বনে গিয়েছে গোটা দুনিয়া।
জাপানের কোনও মহিলা হিসেবে এই প্রথম রেকর্ড গড়লেন মমিজি। এর আগে কোনও এশীয় হিসেবে কম বয়সে পদক জিতে নজর কেড়েছিলেন চিনের ফু মিংশিয়া। ১৯৯২ অলিম্পিকে চিনের এই ডাইভার জিতেছিলেন সোনা। তখন তার বয়স ছিল ১৩ বছর ৩৪৫ দিন।
মমিজির থেকে ১৫ দিনের বড় ছিলেন তিনি।মমিজির স্কেট বোর্ডিং ইভেন্টে যিনি রুপো জিতেছেন, তিনি ব্রাজিলের রায়সা লিল।
তার বয়স ১৩ বছর ২০৩ দিন। তিনি যদি মমিজিকে হারিয়ে সোনা জিততেন, তবে তিনিই হতেন অলিম্পিকের ইতিহাসে সর্বকনিষ্ঠ সোনাজয়ী