সামান্য বাড়ল কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৪,৬২৩ জন। মৃত্যু হয়েছে ১৯৭ জনের। দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ৯৮।
মঙ্গলবার ২৩১ দিন পর সংক্রমণের হার সবচেয়ে কম ছিল। দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৩,০৫৮। বুধবারই তা ১২ শতাংশ বেড়ে যায়। দেশের মধ্যে কোভিড সংক্রমণের শীর্ষে আছে কেরালা। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন কোভিড আক্রান্তের সংখ্যা ৭,৬৪৩।
দেশে কোভিড আক্রান্তদের সুস্থতার হার এখন ৯৮.১৫ শতাংশ। ২০২০ সালের মার্চ মাসের পর যা সর্বাধিক। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ৫৯ কোটি ৪৪ লাখ কোভিড পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৯৯ কোটি ১২ লাখ নাগরিক।