নৈনিতালে বেড়াতে গিয়ে ভারী বৃষ্টি ও ধসে আটকে রাজ্যের ১৪ জন পর্যটক। অধিকাংশ পর্যটকের কোনও খবর পাওয়া যায়নি। এখনও উত্তরাখণ্ডে আটকে আছেন বাগুইআটির বাসিন্দা কৃষ্ণকুমার গোস্বামী ও তাঁর সহকর্মী সীতানাথ কারা।
সপ্তমীর দিন বাগুইআটির জ্যাংড়ার কৃষ্ণকুমার গোস্বামী তাঁর অফিসের কিছু সহকর্মীদের নিয়ে নৈনিতাল ঘুরতে যান। বুধবার তাঁদের ফেরার কথা ছিল। সোমবার পাহাড় থেকে সমতলে নামার সময় উত্তরাখণ্ডের কাঁচিধামে ধস নামে। সেখানেই আটকে পড়েন তাঁরা। গাড়ি থেকে কোনও ভাবে বেরিয়ে আসেন কৃষ্ণকুমার গোস্বামী ও সীতানাথ কারা। কিন্তু অধিকাংশ পর্যটকের খোঁজ পাওয়া যায়নি।
বাড়ি না ফেরা পর্যন্ত দুশ্চিন্তা বাড়ছে সব পরিবারে।