Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

Updated : Feb 27, 2025 18:32
|
Editorji News Desk

ভুয়ো ভোটারের জালে বাংলা !

আগামী বছর বিধানসভা ভোটের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির বিরুদ্ধে নাম না করে অভিযোগ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এখন থেকেই ২০২৬-কে পাখির চোখ করেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। কৌশল হিসাবেই এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডাকা হয়েছিল কর্মিসভা। সেই সভা থেকেই বিজেপির এদিন চাঞ্চল্যকর এই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 

নথি তুলে ধরে এদিন মমতা জানিয়েছেন, গুজরাত এবং হরিয়ানা থেকে নাম ভাঁড়িয়ে বাংলার ভোটার করা হয়েছে। তৃণমূল নেত্রীর অভিযোগ, অনলাইনকে কাজে লাগিয়ে বাংলার মানুষের সঙ্গে এই চক্রান্ত করছে বিজেপি। তাঁর মতে, মুর্শিদাবাদ এবং দক্ষিণ দিনাজপুরকে ভুয়ো ভোটারের নাম দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে।

এদিনের সভায়, মমতার দাবি, ২০২৬ সালের ভোটে খেলা হবে। আরও জোরে খেলতে হবে। তার আগে, রাজ্যের ভোটার তালিকাকে ভুয়োমুক্ত করতে হবে। তিনি জানিয়েছেন, ভোটার তালিকা থেকে ভূত ধরতে তৈরি করা হবে কোর কমিটি। তার নেতৃত্বে থাকবেন তৃণমূলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি। তার জন্য ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। 

এই ইস্যুতে জেলা নেতৃত্বকে আরও সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। যাঁরা সক্রিয় ভূমিকা গ্রহণ করবেন না, সেই অভিযোগ পেলে তিনি নিজে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বিজেপি-র বিরুদ্ধে এই অভিযোগের পাশাপাশি, এই ঘটনায় সরষের মধ্যেই যে ভূত রয়েছে, সেই ইঙ্গিতও দিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশনের আশীর্বাদেই দিল্লি ও মহারাষ্ট্রে এই কাজ করেছে বিজেপি। ওই রাজ্যের বিরোধীরা তা ধরতেই পারেনি। যা ধরে ফেলেছে বাংলার সরকার। 

Mamata Banerjee

Recommended For You

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য
editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট

editorji | কলকাতা

Kolkata Murder : ট্রলি ব্যাগ খুলতেই বেরিয়ে এল মহিলার চার টুকরো দেহ, আরিহীটোলায় গ্রেফতার দুই