উৎসবের আগে সুখবর রাজ্যে। ভাইফোঁটার আগে বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ (Hilsa)। শনিবার বেনোপোল-পেট্রোপোল থেকে ১৮ টন ইলিশ ভারতে পাঠাল বাংলাদেশ (Bangladesh)। চারটি লরিতে রাজ্যে ঢুকল পদ্মার ইলিশ।
শনিবার সকালে কাস্টমস ও বেনোপোল মৎস্য দপ্তরের কর্তারা মাছের এই লরি রাজ্যে ঢোকার অনুমতি দিয়েছে। দুর্গাপুজোর সময়েও রাজ্যে ইলিশ রপ্তানি করেছিল বাংলাদেশ। আগামী ৫ নভেম্বর পর্যন্ত আরও ইলিশ রপ্তানি হবে ভারতে।
বাংলাদেশ থেকে মোট ৪৬০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর কথা ছিল ভারতে। কিন্তু প্রজননের মরশুম বলে ইলিশ ধরা বন্ধ হয়ে যায়। এখনও পর্যন্ত রাজ্যে এসেছে ১০৮৫ মেট্রিক টন ইলিশ। বাকি ইলিশ ভাইফোঁটার আগেই ভারতের বাজারে চলে আসবে।