R G কর কাণ্ডে নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলন চলছে এখনও। কিন্তু এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। অভিযোগ দায়েরের পর বেপাত্তা অভিযুক্ত ওই চিকিৎসক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে,মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের রেসিডেন্ট ডক্টর ওই চিকিৎসক। কয়েকদিন আগে প্রেমের প্রস্তাব দিয়ে কলকাতার এক যুবতিকে বহরমপুরের একটি হোটেলে ডেকে পাঠান তিনি। অভিযোগ, সেখানে মাদক খাইয়ে ওই যুবতিকে ধর্ষণ করা হয়। এমনকি তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টারও অভিযোগ তোলা হয়েছে। ওই যুবতির বাড়ি কলকাতার গল্ফগ্রিন এলাকায়। এবং অভিযুক্তের বাড়ি বেলঘড়িয়ায়।
নির্যাতিতার অভিযোগ চলতি মাসের ৮ তারিখে তাঁকে প্রেমের প্রস্তাব দেন অভিযুক্ত চিকিৎসক। এরপর বহরমপুরে ডেকে পাঠানো হয়। ডিনারে যাওয়ার নাম করে একটি হোটেলে যান দুজনেই। তারপর পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে দেন অভিযুক্ত। তা খাওয়ার পরই তিনি অচৈতন্য হয়ে পড়েন বলে জানিয়েছেন নির্যাতিতা। এবং তারপরই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
মুর্শিদাবাদের পুলিশ সুপার জানিয়েছেন, ধর্ষণ সহ একাধিক মামলায় মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত চিকিৎসক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে।