তারাপীঠ মন্দিরে যাওয়ার আগে নতুন এই নিয়ম না জানলে আপনাকে বিপদে পড়তে হতে পারে।
এবার থেকে মোবাইল ফোন নিয়ে তারাপীঠ মন্দিরে ঢোকা যাবে না। নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে নয়া এই নিয়ম মানতে হচ্ছে দর্শনার্থীদের।
সম্প্রতি মন্দির কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোবাইল ফোন নিয়ে প্রবেশ যেমন নিষিদ্ধ করা হয়েছে তেমনই ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালীর চরণে প্রণাম করলেও মূর্তি জড়িয়ে ধরা যাবে না। এছাড়া গর্ভগৃহে আলতা ও গোলাপ জল নিয়েও আর প্রবেশ করতে পারবেন না দর্শনার্থীরা।
সারাবছরই তারপীঠে ভিড় লেগেই থাকে। কালীপুজো, অমাবস্যা এবং বিভিন্ন তিথিতে ভিড়ের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পায়। যা সামাল দিতে বেগ পেতে হয় মন্দির কর্তৃপক্ষকে। সেই কারণে মন্দির কমিটির সভাপতি, সহ- সভাপতি এবং সেবায়েতরা একটি বৈঠক করেন। ওই বৈঠকেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রবল ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। ভিড় সামাল দিতে মন্দির খোলা ও বন্ধের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ভোগ নিবেদনেরও নির্দিষ্ট সময় জানিয়ে দেওয়া হয়েছে।