সংখ্যালঘু ও সংখ্যাগুরু নিয়ে ফিরহাদ হাকিমের বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই আবহে, তৃণমূল কংগ্রেসের তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, রাজ্যের মন্ত্রীর ওই বক্তব্যকে সমর্থন করছে না রাজ্যের শাসক দল। এমনকি ফিরহাদের মন্তব্যের নিন্দা করা হয়েছে।
কী হয়েছে?
সম্প্রতি একটি সংগঠনের তরফে আয়োজিত শিক্ষা সম্মেলনে যোগ দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেখানেই রাজ্যের সংখ্যাগুরু এবং সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে একটি মন্তব্য করেন। যা প্রকাশ্যে আসনেই বিতর্ক দানা বাঁধে।
এই ভিডিয়ো ভাইরাল হতেই তৃণমূলের অন্দরেই অনেকে আলোচনা শুরু করেন। তৃণমূল বিধায়ক মদন মিত্র জানান, তিনি ওই মন্তব্য করলে করলে ক্ষমা চাইতেন।
ফিরহাদের ওই মন্তব্যের পর সোমবার তৃণমূল কংগ্রেসের তরফে একটি লিখিত বিবৃতি পোস্ট করা হয়। ওই পোস্টে জানিয়ে দেওয়া হয়েছে, ফিরহাদ হাকিমের ওই মন্তব্যকে সমর্থন করে না রাজ্যের শাসক দল। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই মন্তব্যের জেরে অসন্তুষ্ট হয়েছেন। ফিরহাদের সঙ্গে তিনি কথা বলেছেন বলেও সূত্রের খবর।
যদিও বিতর্কের মুখে পড়ে ফিরহাদ রবিবার জানিয়ে দেন, তিনি একজন ভারতীয় এবং ধর্ম নিরপেক্ষ মানুষ। এবং মৃত্যুর দিন পর্যন্ত ধর্মনিরপেক্ষই থাকবেন।