বেসরকারিকরণের প্রতিবাদে আজ, বৃহস্পতিবার এবং আগামীকাল, শুক্রবার ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলি। এর জেরে স্তব্ধ হতে চলেছে দেশের ব্যাঙ্কিং পরিষেবা।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (United Forum of Bank Unions) এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে। এই মঞ্চের অর্ন্তগত দেশের সবকটি ব্যাঙ্ককর্মী সংগঠন। ধর্মঘটে শামিল হয়েছে ব্যাঙ্ক অফিসারদের সংগঠনগুলিও।
AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, INBOC সহ একাধিক সংগঠনের পক্ষ থেকে দেশব্যপী এই ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।