করোনাভাইরাসের তৃতীয় ঢেউ আসার আগেই আতঙ্ক বাড়াল কাপ্পা। উত্তরপ্রদেশে করোনাভাইরাসের কাপ্পা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলেন ২ জন। লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল কলেজে ভর্তি থাকা ২ জন রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। সেই নমুনার রিপোর্ট পজিটিভ এসেছে।
যোগী রাজ্যের সরকার জানিয়েছে, ইতিমধ্যে ১০৭টি নমুনায় ডেল্টা প্লাস রূপের হদিশ পাওয়া গিয়েছে। রাজ্যে এই দুই রূপে আক্রান্ত হওয়া নতুন কিছু নয়।
উত্তরপ্রদেশে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ০.০৪ শতাংশ। কাপ্পা রূপ সম্পর্কে রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) অমিত মোহন প্রসাদ বলেন, "এর আগেও রাজ্যে এই রূপ পাওয়া গিয়েছে। উদ্বেগের কিছু নেই। এর চিকিৎসা সম্ভব।"