কোভিডের (Covid 19) নয়া প্রজাতি ওমিক্রনে (Omicron) আক্রান্ত হলেন আরও ১৭ জন। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১। রাজস্থানের জয়পুরে (Joypur) ৯ জন ও মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে সাতজনের শরীরে পাওয়া গেল ওমিক্রন। রাজধানী নয়াদিল্লিতে (New Delhi) ওমিক্রনে আক্রান্ত হলেন একজন।
দেশে ওমিক্রনে আক্রান্তদের মধ্যে অধিকাংশ আফ্রিকা (Africa) থেকে ফিরেছেন। আফ্রিকা থেকে আসা ব্যক্তিদের সংস্পর্শে এসেও আক্রান্ত হয়েছেন অনেকে। রাজধানী সহ মোট পাঁচ রাজ্যে এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রন।
কর্নাটক, গুজরাত ও মহারাষ্ট্রে ধরা পড়েছে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন। সম্প্রতি জয়পুরে নয় জন ওমিক্রনের শিকার হয়েছেন। যাদের মধ্যে প্রত্যেকেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন।
রাজস্থানের স্বাস্থ্য সচিব বৈভব গালরিয়া বলেন, "জেনম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে প্রত্যেকের শরীরে ওমিক্রন পাওয়া গেছে।" মহারাষ্ট্রে নাইজেরিয়া থেকে ফিরে ওমিক্রনের শিকার হয়েছেন তিন জন। মহারাষ্ট্রে বর্তমানে ওমিক্রন আক্রান্তের সংখ্যা আট জন।