এখনও পর্যন্ত দেশে করোনার (Covid 19) নতুন প্রজাতি ওমিক্রনে (Omicron Variant) আক্রান্ত হলেন ২৬ জন। শুক্রবার কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ওমিক্রনে আক্রান্তের (Omicron Affected) সংখ্যা ছিল ২৫। পরে মুম্বইয়ের ধারাভিতে আরও একজন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৬।
ওমিক্রনে মোট আক্রান্তের মধ্যে ১১ জনই মহারাষ্ট্রের বাসিন্দা। রাজস্থান থেকে আক্রান্ত হয়েছেন নয় জন। গুজরাতে তিনজন, কর্নাটকে দুজন ও দিল্লিতে একজন বাসিন্দা এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্তদের মধ্যে হালকা উপসর্গ (Omicron Symptoms) দেখা গেছে। ICMR সতর্ক করেছে, এখনও কোভিড বিধি মানতে হবে সাধারণ মানুষকে। দেশের নাগরিকদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে কেন্দ্র।