রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি চিঠি মামলায় গ্রেফতার হলেন এক চিকিৎসক সহ মোট তিনজন। মূল অভিযুক্ত চিকিৎসক অরিন্দম সেনকে সোমবার গ্রেফতার করে কলকাতা পুলিশ। অন্য দুজন ব্যক্তি হলেন বিজয় কুমার কয়াল ও রমেশ সাউ। আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর দিন, মোট সাতজনকে চিঠি পাঠান ওই চিকিৎসক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুবছর ধরে হুমকি চিঠি দেন চিকিৎসক অরিন্দম সেন। গত ২৫ অক্টোবর শরৎ বোস রোডের একটি ডাকঘর থেকে চিঠিগুলো পাঠানো হয়েছে। হুমকি চিঠি পাঠানো হয়েছে রাজ্যের মেডিকেল এডুকেশনের ডিরেক্টর, NRS হাসপাতালের প্রিন্সিপাল, মেডিকেল কলেজের প্রিন্সিপালকে। আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তাঁকেও হুমকি চিঠি পাঠানো হয়। গৌরহরি মিশ্রের নামে এই চিঠিগুলো পাঠাতেন তিনি। এই ব্যক্তি চিকিৎসক অরিন্দম সেনের প্রতিবেশী বলে জানিয়েছে পুলিশ।
হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে তদন্তে নামে পুলিশ। সোমবার বালিগঞ্জের বিজন সেতু এলাকা থেকে বিজয় কুমার কয়ালকে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, এই ব্যক্তি চিকিৎসক অরিন্দম সেনকে খুনের হুমকি টাইপ করে দিত। সোমবার সন্ধেবেলা চিকিৎসক অরিন্দম সেন ও তাঁর ড্রাইভার রমেশ সাউকে গ্রেফতার করে পুলিশ।