কলকাতা পুরভোটে(KMC Election 2021) তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন আয়েশা কনিজ, রুবিনা নাজ, পূর্বাশা নস্কর। ৪৩, ১৩৫ এবং ১৪১ নং ওয়ার্ডে জয়লাভের পর এই তিন মহিলা নির্দল(Independent) প্রার্থীই তৃণমূলে যোগ(TMC) দেবেন বলেই ইঙ্গিত মিলেছে। তিন নির্দল কাউন্সিলরকেই দলে নেওয়া হবে বলে জানা গিয়েছে তৃণমূল(TMC) সূত্রে।
৪৩ নম্বর ওয়ার্ড তৃণমূল(TMC) প্রার্থী সাগুফতা পারভীনকে ২১১১ ভোটে পরাজিত করেন আয়েশা কানিজ। ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল(TMC) প্রার্থী আখতারি নিজামি শাহজাদার বিরুদ্ধে বড়ো ব্যবধানের জয় পেয়েছেন রুবিনা নাজ।
আরও পড়ুন- Left Kmc : শূন্য আতঙ্ক কাটল বামেদের, পুরসভায় দুই মহিলা প্রতিনিধি
অন্যদিকে, তৃণমূল(TMC) প্রার্থী শিবনাথ গায়েনকে হারিয়ে নির্দল প্রার্থী হিসেবে যেতেন তৃণমূল যুবনেত্রী পূর্বাশা নস্কর। কলকাতা পুরভোটে ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর। পরিবারে 'ফার্স্ট জেনারেশন' হিসেবে রাজনীতিতে নেমেছেন তিনি। প্রথম লড়াইতেই পূর্বাশা সাফল্য পেয়েছেন ৫৩৬টি ভোটে জিতে।