বুধবার ৩ লক্ষ কোভিশিল্ড এসে পৌঁছলো রাজ্যে। পুনে থেকে বিমানে করে কলকাতায় টিকাগুলি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বুধবার রাতেই আরও ২ লক্ষ কোভ্যাকসিন রাজ্যে আসবে বলে জানা গিয়েছে। কলকাতা বিমানবন্দর থেকে টিকাগুলি কন্টেনারে করে কড়া পুলিশি নিরাপত্তার মাধ্যমে বাগবাজারে নিয়ে যাওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যেই সেগুলি রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালে বণ্টন করা হতে পারে। এর ফলে রাজ্যের যে সব কেন্দ্রে টিকাকরণ বন্ধ ছিল তা বৃহস্পতিবার থেকে ফের শুরু হবে বলে জানা গিয়েছে।