রাজ্যে আবার বাড়ছে করোনার প্রকোপ। তাই রাজপুর-সোনারপুর পুরসভা এলাকাকে মোট ১৯টি মাইক্রো কনটেন্টমেন্ট জোনে ভাগ করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। তারপর থেকেই শুরু হয়েছে পুলিশী তৎপরতা।
সংক্রমণ রুখতে মঙ্গলবার সকাল থেকেই তৎপর ছিল বারুইপুর জেলা পুলিশ। সোনারপুরের জনবহুল এলাকগুলিতে ঘুরে ঘুরে মাইকিং করেন সোনারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব চক্রবর্তী। সবাইকে মাস্ক পরতে বলা হয় প্রশাসনের তরফ থেকে। বাজারে ক্রেতা, বিক্রেতা থেকে পথ চলতি মানুষকে সতর্ক করেন পুলিশের আধিকারিকরা।
মঙ্গলবার সোনারপুর বাজার এলাকায় অভিযান চালানো হয় । মাস্ক না ব্যবহার না করায় গ্রেফতার হয় বেশকিছু মানুষকে। পুলিশের তথ্য বলছে মোট ৩২জনকে গ্রেফতার করা হয়েছে।