দেশে করোনায় ফের কিছুটা কমল দৈনিক মৃত্যু। তবে আবারও বাড়ল দৈনিক সংক্রমণ।
স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৮১ জনের। গত একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৮০৬। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ১১ হাজার ৯৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯ লক্ষ ৮৭ হাজার ৮৮০।
অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৩২ হাজার ৪১। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লক্ষ ৪৩ হাজার ৮৫০ জন। গত একদিনে সুস্থতার সংখ্যা ৩৯ হাজার ১৩০।