সাত সকালেই শহরে দুর্ঘটনা।
সল্টলেকের নিক্কোপার্কের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতির জেরেই হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। গাড়িতে থাকা ৫জন যাত্রী গুরুতর জখম হয়েছেন।
এয়ারপোর্ট থেকে চিংড়িহাটার দিকে যাওয়ার সময় উল্টে যায় গাড়িটি।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় পুলিস। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।