অস্ত্র নিয়ে যাওয়ার সময় ছত্তিশগড়ের রায়পুর স্টেশনে আধা সামরিক বাহিনীর ট্রেনে বিস্ফোরণ। আহত হয়েছেন অন্তত ছয়জন জওয়ান। তাঁদের রায়পুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের জায়গায় পৌঁছেছে ফরেনসিক বিশেষজ্ঞ দল। ঘটনার তদন্ত চলছে।
আধা সামরিক বাহিনীর ২১১ নম্বর ব্যাটেলিয়ান জম্মু যাচ্ছিল। স্পেশাল ট্রেনে গ্রেনেড, বারুদ সহ অনেক বিস্ফোরক মজুত করা ছিল। জানা গিয়েছে, ছত্তিশগড়ের রায়পুর স্টেশনে এক কামরা থেকে বিস্ফোরক অন্য কামরায় নিয়ে যাওয়া হচ্ছিল। শৌচালয়ের কাছে ডেটোনেটর টানহ্যাঁচড়ার ফলে মাটিতে পড়ে যায়। তার ফলেই বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়পুর স্টেশন চত্বরে। সেনাবাহিনীর ব্যবহার করা এই ডোটোনেটর শক্তিশালী অস্ত্র। প্রায় ২৯টি ডেটোনেটর ফেটে কেঁপে ওঠে স্টেশন এলাকা।