কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) তৃণমূলের জয়জয়কারের মধ্যেই জিতলেন বিরোধী দলের ৭ জন প্রার্থী। তাঁদের তিনজন বিজেপির। দু'জন করে কংগ্রেস এবং সিপিএমের।
গত বিধানসভা নির্বাচনে কলকাতা পুর এলাকায় ১২টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি। এবার তারা পেয়েছে মাত্র তিনটি ওয়ার্ড। ৫০ নম্বর ওয়ার্ডে জিতেছেন সজল ঘোষ। এককালের দাপুটে ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস নেতা সজল তাঁর বাবা প্রদীপ ঘোষের সঙ্গেই যোগ দেন বিজেপিতে।
KMC Election 2021: কলকাতার নতুন মেয়র কে? ঘোষণা ২৩ ডিসেম্বর
বড়বাজারের ২২ এবং ২৩ নম্বর ওয়ার্ড বিজেপির দুর্গ। রাজ্যে বিজেপির হীনবল অবস্থাতেও এই দুই ওয়ার্ডে জিততেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। এবারও জয় পেয়েছেন মীনাদেবী পুরোহিত এবং বিজয় ওঝা।
বিধানসভা নির্বাচনে কোনও ওয়ার্ডে এগিয়ে ছিল না বামেরা। এবার তারা ১০৩ এবং ৯২ নম্বর ওয়ার্ডে জিতেছে। ১০৩ নম্বরে জয় পেয়েছেন সিপিএমের নন্দিতা রায়। ৯২ নম্বরে জিতেছেন সিপিআই-এর মধুছন্দা দেব।
কংগ্রেস জিতেছে দুটি ওয়ার্ডে। ১৩৭ নম্বরে জিতেছেন ওয়াসিম আনসারি। ৪৫ নম্বর নিজের দখলে রেখেছেন সন্তোষ পাঠক