গ্রেফতারের পরই ভবানীপুর কাণ্ডে ৮ অভিযুক্তের জামিন মঞ্জুর আদালতের। মঙ্গলবার সকালেই ভবানীপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে অভিযুক্তদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, কোনও পক্ষ থেকেই লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তাই পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছিল। জমায়েত, হুমকি, মারধরের একাধিক অভিযোগ দায়ের করা হয়। লালবাজার সূত্রে খবর, বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা উপনির্বাচন নিয়ে নটি থানার সঙ্গে বিশেষ বৈঠক করবেন পুলিশ কমিশনার।
ভবানীপুরে নির্বাচনের আগে অশান্তি নিয়ে নয়াদিল্লির নির্বাচন কমিশন দফতরে অভিযোগ জানিয়েছে বিজেপি। বিজেপির রাজ্যসভার সাংসদ ভূপেন্দ্র যাদব বলেন, ভবানীপুরের প্রচারে গণ্ডগোলের ভিডিও ফুটেজ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন তাঁরা।