টিকা প্রস্তুতকারক সংস্থার থেকে বেসরকারি হাসপাতালগুলি বিপুল পরিমাণে টিকা কিনলেও তা বিক্রি হচ্ছে না। বেসরকারি হাসপাতাল থেকে টিকা নিচ্ছেন না সাধারণ মানুষ। কেন্দ্রের পরিসংখ্যানেই তা স্পষ্ট। মজুত কোভিড টিকার ৮৩ শতাংশ বিক্রি করতে পারেনি বেসরকারি হাসপাতালগুলি, তথ্য প্রকাশ করে এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রের প্রকাশিত তথ্য দেখা গিয়েছে, গত মে মাসে দেশে সব মিলিয়ে ৭.৪ কোটি কোভিড টিকা বাজারে আনা হয়েছিল। বেসরকারি হাসপাতালগুলিতে সব মিলিয়ে ১ কোটি ৮৫ লক্ষ কোভিড টিকা পাঠানো হয়েছিল, যার মধ্যে মোট ১ কোটি ২৯ লক্ষ প্রতিষেধকের বরাত দিয়েছিল বেসরকারি হাসপাতালগুলি। হিসেব বলছে, ওই ১ কোটি ২৯ লক্ষের মধ্যে খরচ হয়েছে মাত্র ২২ লক্ষ টিকা। বিপুল দাম দিয়ে বেসরকারি হাসপাতাল থেকে টিকা কিনতে রাজি নন সাধারণ মানুষ।