এবার ডেঙ্গিতে(Dengue) প্রাণ গেল এক শিশুর। মানিকতলার(Maniktala) হাজী জাকারিয়া লেনের বাসিন্দা ৯ বছরের সৃজা দত্ত গত দু'দিন ধরে জ্বরে ভুগছিল। উপায়ান্তর না দেখে মঙ্গলবার সন্ধ্যায় সৃজাকে ভর্তি করা হয় মানিকতলার এক বেসরকারি হাসপাতালে(Private Hospital)। পরিবারের দাবি ডেঙ্গু জ্বর(Dengue) নিয়ে ভর্তি হয়েছিল সে। ভর্তি হওয়ার ঠিক ২৪ ঘন্টা পরেই মৃত্যু হল ওই শিশুর।
সৃজার পাশের বেডে ভর্তি থাকা এক রোগীর দাবি, সৃজাকে অক্সিজেন দেওয়া হয়নি। সৃজা বারবার জল খেতে চাইলেও সেখানে কোনো স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন- Malaria: ডেঙ্গি, করোনায় রক্ষা নেই, সঙ্গে ম্যালেরিয়া! উপসর্গহীন অসুখ বাড়াচ্ছে সংকট
যদিও মেডিকেল রিপোর্ট না মেলায় জ্বরের কারণ এখনও জানা যায়নি। বুধবার রাতে এই শিশু মৃত্যুকে(Child Death) ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে চিকিৎসার চরম গাফিলতির অভিযোগ এনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের লোকজন।