'টেবিলের তলায় লুকোচ্ছে পুলিশ। ত্রিপুরায় যে নৈরাজ্য চলছে, তা আর কতদিন!' আগরতলায় দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে বিজেপি সরকারের নিন্দা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে ত্রিপুরায় পৌঁছন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আগরতলা ইস্টের মহিলা থানা, সেখানে দুবার আক্রমণ হয়েছে। একবার দুপুরে, পরে রাতে আক্রমণ হয়। টেবিলের তলায় পুলিশ লুকিয়ে যাচ্ছে। SDPO, অ্য়াডিশানাল সুপারিডেন্ট কেউ নেই। পুলিশের মদতে এই কাজগুলো হচ্ছে। আমি পুলিশকে দোষারোপ করি না। তাঁদেরও চাকরি বাঁচাতে ওপরতলার নির্দেশ মেনে চলতে হয়। কিন্তু এই যে নৈরাজ্য চলছে, এ আর কতদিন!
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করে বলেন, "এরকম অনাচার তো বেশিদিন চলতে পারে না। আগরতলার মানুষকে অনুরোধ করব, ভয় পাবেন না। আগরতলার মানুষ মান সম্মান বিজেপির কাছে বিক্রি করবে না।"