পুরভোটে (Tripura Election) ফলপ্রকাশের পর ত্রিপুরার কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার পুরভোটের ফলপ্রকাশের পর তিনি টুইট করে জানান, 'সবে তো শুরু, এবার আসল খেলা হবে'।
এদিন টুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "২০ শতাংশ ভোট নিয়ে এবার ত্রিপুরা পুরভোটে তৃণমূল প্রধান বিরোধী দল। পুরভোটে প্রথম লড়াইয়ে নেমে এই প্রাপ্তি অনেক বড় বিষয়।" অভিষেক তাঁর দ্বিতীয় টুইটেও আক্রমণ করেন বিজেপিকে (BJP)। তিনি লেখেন, "আমরা মাত্র তিন মাস আগে প্রস্তুতি শুরু করেছি। এটা তো মানতে হবে। ত্রিপুরায় গণতন্ত্রকে কোপাতে বিজেপি তো কোনও সুযোগই ছাড়েনি।"
আরও পড়ুন: পুরভোটে ৩২৯টি আসনে জয় বিজেপির, ত্রিপুরায় খাতা খুলল তৃণমূল কংগ্রেস
ত্রিপুরায় দলীয় কর্মীদেরও শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, "এভাবে লড়ার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রত্যেক সাহসী যোদ্ধাদের অভিনন্দন।"