রবিবার কলকাতা পুর নির্বাচন (KMC Election 2021)। তিনদিন আগে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন বড়বাজার থেকে বউবাজার পর্যন্ত বিরাট রোড শো (Road Show) করেন তিনি। বৃহস্পতিবার জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। এদিন বাঘাযতীনে জনসভা করেন তিনি।
বড়বাজারের পোস্তা বাজার থেকে বউবাজারের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড় পর্যন্ত রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর এবং মধ্য কলকাতার ২২ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে এই রোড শো হয়৷ রোড শো-তে তৃণমূল কর্মী সমর্থকদের (TMC supporters) ভিড় ছিল চোখে পড়ার মতো। রোড শো-তে তৃণমূল ও অভিষেককে নিয়ে স্লোগান তোলেন সমর্থকরা।
আরও পড়ুন: 'এবার আসল খেলা হবে', ত্রিপুরার পুরভোটের পর দলীয় কর্মীদের বার্তা অভিষেকের
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোয়া সফরে (Goa Tour) যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। গোয়া থেকে ফিরেই কলকাতা পুরভোটের প্রচারে যোগ দেন তিনি।