দলের কর্মীদের পাশে দাঁড়াতে সোমবার ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে অভিষেকের সব কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা পুলিশ। রবিবার বিকেলে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) গ্রেফতারির পর তৃণমূল-বিজেপি সংঘাত চরমে উঠেছে। তৃণমূলের (TMC) অভিযোগ, দফায় দফায় সংঘর্ষে আক্রান্ত হয়েছেন তৃণমূলকর্মীরা।
অক্টোবর মাসেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দেয়নি ত্রিপুরা সরকার। ত্রিপুরা হাইকোর্টের অনুমতি নিয়ে ৩১ অক্টোবর আগরতলায় (Agartala) জনসভা করেন তিনি। সোমবার পুরভোটের প্রচারে আগরতলায় মিছিলের কর্মসূচি আছে অভিষেকের। বিকেল তিনটের সময় সাংবাদিক বৈঠক করবেন তিনি। ত্রিপুরা পুলিশ সোমবার তৃণমূলের পথসভার অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হতে পারে দল।
রবিবার বিকেলে তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করার পর থেকে তৃণমূল-বিজেপি সংঘাত বেড়ে যায়। পুলিশ একটানা জিজ্ঞাসাবাদের পর ত্রিপুরায় গ্রেফতার করে সায়নীকে। তৃণমূলের অভিযোগ, থানায় এসে আক্রমণ করে বিজেপি কর্মীরা। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ টুইট করে অভিযোগ করেন, বিজেপি কর্মীরা থানায় এসে তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করেছে।