সি ভোটারের চূড়ান্ত বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের কলকাতা পুরসভার(KMC) শাসনভার হাতে নিতে চলেছে তৃণমূল(TMC)। সমীক্ষায় দাবি, কলকাতা পুরভোটে(KMC Election 2021) ১৩১ আসন দখল করে আবার ছোট লালবাড়িতে বসতে চলেছে তৃণমূল(TMC)।
আসন সংখ্যা বা শতাংশের বিচারে তৃণমূলের(TMC) ধারে-কাছেও নেই বিরোধীরা। সমীক্ষায় দেখা গেছে, বিজেপি(BJP) পেতে পারে মাত্র ১৩টি আসন। তবে বাম(Left) বা কংগ্রেসের(Congress) হাতে থাকবে না কোনও আসন।
আরও পড়ুন- Mamata Banerjee: উৎসবের মেজাজে ভোট দিয়েছেন মানুষ, মন্তব্য মুখ্যমন্ত্রীর
কলকাতা পুরসভার(KMC) মোট ওয়ার্ড ১৪৪। যে কোনও দলের পক্ষে ম্যাজিক ফিগার ৭৩। মোট ৪,৯৫৯টি বুথে রবিবার হয় ভোটগ্রহণ। বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ তুললেও রাজ্য নির্বাচন কমিশন(State Election Commission) জানিয়েছে মোটের ওপর শান্তিতেই মিটেছে কলকাতা পুরসভার ভোটপর্ব(KMC Election 2021)।