কেন্দ্রীয় সরকারের করোনা মোকাবিলার নীতি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক ডাকার দাবি তুললেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখেছেন তিনি। বহরমপুরের কংগ্রেস সাংসদের দাবি, করোনা আবহে যদি সরাসরি বৈঠক সম্ভব নাও হয়, তাহলে যেন ভার্চুয়াল বৈঠক ডাকা হয়।
এর আগে সংসদের বিশেষ অধিবেশন চেয়ে সোমবার রাষ্ট্রপতিকে চিঠি দেন অধীর। চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশের করোনা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সঙ্কটের সময় সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। সাংসদরা তাঁদের নিজ নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরার পর, কীভাবে মানুষের কষ্ট লাঘব করা যায়, তার একটি রূপরেখা তৈরি করা দরকার।