ঘোর সংকটে আফগানিস্তানের ক্রিকেট (Afghanistan cricket)।আসন্ন টি-২০ বিশ্বকাপে যদি তারা তালিবানের পতাকা নিয়ে নামে, তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা জারি করবে ICC।
একটি ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, রশিদ খান, মহম্মদ নবিরা যদি আফগানিস্তানের পতাকা নিয়ে খেলতে নামেন, তা হলে কোনও সমস্যা নেই। কিন্তু যদি তাঁদের তালিবানের পতাকা নিয়ে খেলতে বাধ্য করা হয়, তা হলে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের খেলা কার্যত অসম্ভব। আইসিসি সেই অনুমতি দেবে না। দিলে, তাদের উপর চাপ সৃষ্টি করবে অন্য দেশগুলি।
Virat Kohli's New Record in ICC World Ranking : ICC ক্রমতালিকায় অনন্য নজির গড়লেন কোহলি
ওই দৈনিকের বক্তব্য, হামিদ শিনওয়ারিকে সরিয়ে তালিবান তাদের ঘনিষ্ঠ নাসিব জাদরান খানকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের মাথায় বসিয়েছে। এর ফলে তালিবান এই বার্তাই দিয়েছে যে, দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণও তাদের হাতে থাকবে। আন্তর্জাতিক মঞ্চে আরও প্রচার পেতে এবং নজর কাড়তে তারা রশিদদের হাতে তালিবানের পতাকাই ধরাবে। সেটা হলে বিশ্বকাপ থেকে আফগানিস্তানকে হয়ত বাদ দিয়ে দেবে আইসিসি। এমনকি আর্ন্তজাতিক ক্রিকেট থেকেও সরতে হতে পারে তাদের।