বাংলায় সন্ত্রাসের রাজনীতি চলছে। আগে নিজের রাজ্যের দিকে তাকানো উচিত তৃণমূলের। ত্রিপুরা নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul)। সায়নী ঘোষের গ্রেফতার নিয়ে তিনি বলেন, ত্রিপুরায় (Tripura) তৃণমূল (TMC) যা করছে, তাতে গ্রেফতার হওয়া স্বাভাবিক।
সায়নী ঘোষের (Saayoni Ghosh) গ্রেফতারি প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, "সায়নী ঘোষ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর মিছিলে ঢিল ছুঁড়ছে। উস্কানিমূলক মন্তব্য করছে, স্লোগান দিচ্ছে। তাঁর গ্রেফতার হওয়া স্বাভাবিক। তার জন্য সমস্ত নেতানেত্রী দিল্লি গিয়ে প্রতিবাদ করছে। আপনারা কী করেন রাজ্যে সেটা দেখুন একবার। আপনারা যে পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজনীতি করছেন, আপনারা কী ভাবছেন, সব জায়গায় সেটা করতে পারবেন!"
পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের অস্তিত্ব নিয়েও প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "পশ্চিমবঙ্গের বাইরে তৃণমূলের কী আছে! নাচানাচি দাপাদাপি আমরা অনেক কিছুই দেখেছি। ২৫ তারিখ নির্বাচন। তারপর কতধানে কত চাল তৃণমূলকে বুঝিয়ে দেবে ত্রিপুরার মানুষ।"