সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন(Parliament Winter Session) । তার আগে বৈঠকে বসছে সব দল । রবিবার সরকারের তরফে সর্বদল বৈঠক(All Party Meet) ডাকা হয়েছে । বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh) ।
এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে সংসদের উভয় পক্ষের সব রাজনৈতিক দলের কক্ষনেতাদের । সরকার ও বিরোধী দুই পক্ষের কাছেই শীতকালীন অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সংসদের আসন্ন অধিবেশন একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠতে পারে । এই অধিবেশনেই বিতর্কিত তিন কৃষি আইন(Farm Laws) প্রত্যাহার করে নিতে চলেছে সরকার । এই বিল প্রত্যাহার নিয়ে সংসদে সরকারকে কোণঠাসা করার চেষ্টা করতে পারে বিরোধীরা । অন্যদিকে, পেগাসাস ইস্যু নিয়ে সংসদে শাসক ও বিরোধীদের বাকযুদ্ধ চরমে উঠতে পারে বলে জল্পনা ।
আরও পড়ুন, UP Election 2022: 'খেলা হবে' গানের অনুকরণে গান 'খদেড়া হইবে', তৃণমূলের পথেই সমাজবাদী পার্টির
এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।