প্রাণনাশের হুমকি পেলেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার স্পিড পোস্টে পাঠানো একটি চিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয় রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে।
তবে চিঠিটি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নামে নয়,বরং তাঁর স্ত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নামে এসেছে। এক লাইনের চিঠিতে ইংরেজিতে লেখা, ‘আপনার স্বামী নিহত হবেন। কেউ আপনার স্বামীকে বাঁচাতে পারবে না।’ গৌরহরি মিশ্র নামে কারোর স্বাক্ষর রতয়েছে চিঠিতে। প্রযত্নে মহুয়া ঘোষ। সম্ভবত তিনি রাজাবাজার সায়েন্স কলেজের কেমিক্যাল টেকনোলজি বিভাগে কর্মরত। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজাবাজার সায়েন্স কলেজের সায়েন্স সেক্রেটারিকেও।