বন্ধ হয়ে যাওয়া বিমা পলিসি(Insurance Policy) পুনরায় চালু করিয়ে দেওয়ার নামে ২৪ লক্ষ টাকার প্রতারণার(Fraud) অভিযোগ । বৃহস্পতিবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ(Bidhannagar Cyber crime police station) । ধৃত ব্যক্তি অনির্বাণ মুখোপাধ্যায় একটি বেসরকারি কোম্পানির ডিরেক্টর পদে নিযুক্ত রয়েছেন । এক চিকিৎসকের কাছ থেকে ২৪ লাখ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।
পুলিশ সূত্রে খবর, ১ নভেম্বর পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সত্তরোর্ধ্ব চিকিৎসক দীপ্তা মহাপাত্র বিধাননগর সাইবার শাখায় অভিযোগ করেন, বন্ধ হয়ে যাওয়া বিমা পলিসিকে পুনরায় চালু করিয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ২৪ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বেসরকারি এক কোম্পানি । সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিধাননগর সাইবার শাখার তদন্তকারী আধিকারিকরা । মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পারে, বৃহস্পতিবার গোয়া থেকে বিমানে কলকাতায় ফিরছে ওই বেসরকারি কোম্পানির ডিরেক্টর অনির্বাণ মুখার্জী । এদিন সকালে বিমান অবতরণ করতেই তাকে গ্রেফতার করে পুলিশ ।
কী কৌশলে সে প্রতারণার কাজ চালাত, সেই বিষয়ে জানতে বিধাননগর মহকুমা আদালতের কাছে পুনরায় ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ । ধৃত ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড, নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাঙ্কের সাতটি ডেবিট কার্ড উদ্ধার করেছে পুলিশ ।