সারাদেশেই থাবা বসিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ, কাশ্মীরও বাদ পড়েনি সেই ঢেউ থেকে। ডাল লেকে তাই ভাসমান অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন সেখানকার বাসিন্দা তারিক আহমেদ পাতলু। পিপিই কিট, স্ট্রেচার, হুইলচেয়ার, প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত পরিষেবার ব্যবস্থাই রয়েছে ভাসমান অ্যাম্বুলেন্সে। গত বছর নিজেই করোনা পজিটিভ হয়েছিলেন তারিক। তারপর থেকেই মাথায় আসে এমন পরিকল্পনার কথা।