পেট্রল-ডিজেলের উপর থেকে করের বোঝা কমানোর ঘোষণার পরই বিজেপির তরফে বিরোধীদের উপর পালটা চাপ সৃষ্টি করার কৌশল অবলম্বন করা হয়। এই বিষয়ে বিজেপির(BJP) কেন্দ্রীয় মিডিয়া সেলের ইনচার্জ অমিত মালব্য(Amit Malviya) টুইট করেছেন।
কেন্দ্র ইতিমধ্যেই পেট্রোপণ্যে কিছুটা ছাড় দিয়েছে। কিন্তু অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীরা(CM) পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমান নি। মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অশোক গহলৌত, বাঘেল, জগন রেড্ডি, কেসিআর, এম কে স্ট্যালিন, পিনারাই বিজয়নের মত বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিরোধী দলের মুখ্যমন্ত্রী পেট্রোল এবং ডিজেলের ওপর ভ্যাট কমাননি। তাদের রাজ্যের মানুষ বাধ্য হয়ে চড়া দামের জ্বালা সহ্য করছেন। এই ধরনের সিদ্ধান্ত একেবারেই গ্রহণযোগ্য নয়। ট্যুইট করে মন্তব্য বিজেপি(BJP) নেতা অমিত মালব্যর।
PM Modi: কোনো পরিবার নয়, দেশের মানুষের জন্য কাজ করেই সফল BJP, দাবি প্রধানমন্ত্রীর
পেট্রোল এবং ডিজেলের দাম কমাতে কেন্দ্রের কর ছাড়ের ঘোষণার পর বিজেপি শাসিত ৯টি রাজ্য পেট্রোপণ্যের উপর থেকে শুল্ক(VAT) কমানোর সিদ্ধান্ত নিয়েছে। অসম, ত্রিপুরা, মণিপুর, কর্ণাটক, গোয়া, উত্তর প্রদেশ, গুজরাত, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড পেট্রোল এবং ডিজেলের দামে কমাতে পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেছে। এর আগে কেন্দ্র প্রতি লিটার পেট্রলের উপর ৫ এবং প্রতি লিটার ডিজেলের উপর ১০ টাকা কমানোর ঘোষণা করে। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই পরপর রাজ্যগুলি শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। শুক্রবার থেকেই এই দাম কার্যকর হয়ে গেছে।
কেন্দ্রের ছাড়ের ঘোষণার পর পেট্রল এবং ডিজেলের দাম প্রতি লিটারে আরও ৭ টাকা কমিয়েছে অসম, ত্রিপুরা, মণিপুর, কর্ণাটক এবং গোয়া। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বুধবার জানান যে রাজ্যে পেট্রোলের(Petrol) উপর মূল্য সংযোজন কর(VAT) প্রতি লিটারে ২টাকা কমানো হবে। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান যে তাঁর সরকার পেট্রোল এবং ডিজেলের উপর ভ্যাট কমিয়ে দেবে।