Team India-র হেড কোচের হটসিটে বসতে পারেন কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলে (Anil Kumble)। তবে দৌড়ে আছেন ভিভিএস লক্ষণও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) পরই ভারতীয় দল (India) থেকে রবি শাস্ত্রী (Ravi Sastri ) যে সরে যাচ্ছেন,সেটা নিশ্চিত। শাস্ত্রী পরবর্তী কোচ হিসেবে দলের দায়িত্ব কে নেবেন? সেটা নিয়েই এখন জোর আলোচনা চলছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) বিসিসিআই (BCCI) নাকি ভারতীয় দলের কোচ হিসেবে অনিল কুম্বলে (Anil Kumble) ও ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) প্রস্তাব দিতে চলেছে। তবে শোনা যাচ্ছে এই মুহূর্তে বোর্ডের প্রথম পছন্দ কুম্বলেই।
Team India: রবি শাস্ত্রী-সহ কোচিং স্টাফদের করোনা,অখুশি BCCI
এর আগে ২০১৬-১৭ সালে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে ছিলেন কুম্বলে। যখন কুম্বলে কোচ হয়েছিলেন সে সময়ে বিসিসিআই-এর পরামর্শদাতা কমিটিতে ছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ ও লক্ষ্মণ। শাস্ত্রীর পরিবর্তে তাঁরাই কুম্বলেকে নিয়ে এসেছিলেন। তবে অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তিক্ততার জেরে দায়িত্ব ছাড়েন অনিল।