করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজ্যের আরও এক ভোটপ্রার্থীর৷ সোমবার রাতে মারা গিয়েছেন বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী সমীর ঘোষ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ ছিলেন সমীরবাবু। তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। সোমবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তড়িঘড়ি মালদহ থেকে কলকাতায় আসার পথেই মৃত্যু হয় সমীরবাবুর। এলাকায় তিনি বিশিষ্ট ব্যবসায়ী বলে পরিচিত। ওই কেন্দ্রে নির্বাচন স্থগিত করে দিয়েছে কমিশন। এর আগে জঙ্গীপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রের আরএসপি ও কংগ্রেস প্রার্থীর মৃত্যুতে নির্বাচন পিছিয়ে গিয়েছিল। ভোটপর্ব মেটার পর করোনায় মৃত্যু হয়েছিল খড়দহের তৃণমূল প্রার্থীর।