ক্রমশ রক্তচাপ বাড়াচ্ছে ওমিক্রন। রাজ্যে আরও ২ ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।
যাঁদের শরীরের ওমিক্রনের (COVID Variant Omicron) হদিশ মিলেছে, তাঁরা দু'জনেই বিদেশফেরত। প্রথম জন ব্রিটেনফেরত (Britain) এক তরুণ। ওই তরুণ আলিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। রবিবার ব্রিটেন থেকে ফেরেন তিনি। জিনোম সিকোয়েন্সিং-এ তাঁর শরীরে ওমিক্রন সংক্রমণ রয়েছে বলে জানা গিয়েছে। একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণ। অন্য জন সম্প্রতি ফেরেন নাইজিরিয়া (Nigeria) থেকে। তিনিও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
এই নিয়ে রাজ্যে তিন জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল। তবে সন্দেহভাজন হিসেবে তালিকায় রয়েছেন বেশ কয়েক জন। তাই কোথাও কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। নজরদারি আঁটোসাটো করতে রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের ((Department of Health and Family Welfare - West Bengal) তরফে আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। তাতে বিমানবন্দরেই জিনোম সিকোয়েন্সিং-এর (Genome sequencing) জন্য নমুনা সংগ্রহের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে রাজ্য।