ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের আরও এক সহযোগীকে গ্রেফতার করল পুলিস। ধৃতের নাম ইন্দ্রজিত্ সাউ। ট্যাংরার বাসিন্দা ওই ব্যক্তি দেবাঞ্জনের সংস্থায় কাজ করতেন।
পুলিশের দাবি, সিটি কলেজে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজক ছিলেন ইন্দ্রজিত্। তিনিই দেবাঞ্জনকে সিটি কলেজের ক্যাম্পে নিয়ে যান। শুক্রবার সেন্ট্রাল মেট্রো স্টেশনের কাছে বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে দেবাঞ্জনের ওই সহযোগীকে গ্রেফতার করে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। আর কোথায় দেবাঞ্জন ভুয়ো ক্যাম্পের আয়োজন করেছিলেন, ইন্দ্রজিতকে জেরা করে তা জানার চেষ্টা চলছে।