বছরের শেষের দিকে আইপিএল আয়োজন করা হলে তাঁর খেলতে কোনও অসুবিধা নেই বলে জানিয়ে দিলেন ইংরেজ পেসার জফ্রা আর্চার। ভারতীয় ক্রিকেট বোর্ড সেপ্টেম্বরে অসমাপ্ত আইপিএল শেষ করতে চাইছে। আর্চার আশাবাদী, সেখানে তিনি খেলতে পারবেন। দেশের খেলা থাকায় ইংরেজ অধিনায়ক ইওন মর্গ্যান হয়তো আইপিএলের শেষাংশে খেলতে পারবেন না, এমন প্রশ্ন উঠেছে। কিন্তু আর্চারের কথায় স্পষ্ট, আইপিএলকে অগ্রাধিকার দিতে পারেন তিনি। উল্লেখ্য, শুক্রবার সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে নেমে দুটি উইকেট নিয়েছেন আর্চার। এরপর সাসেক্সের ইউটিউব চ্যানেলকে আইপিএল নিয়ে নিজের মতামত জানান তিনি। এ বারের আইপিএলে চোটের কারণে তিনি একটাও ম্যাচ না খেলে দেশে ফিরেছিলেন।