নামেই সাত সমুদ্র তেরো নদীর দূরত্ব। আসলে তো ঘরের ছেলে। ফুটবল আবেগের কাছে আর্জেন্টিনা আর ইছাপুরের মধ্যে কোনও দূরত্ব নেই। তাই কোপায় যখন নীল সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে, হাসি আর আবেগ ভরা কান্নায় মিশে যাচ্ছেন হাজার হাজার আর্জেন্তিনিয়, সেই একই আবেগে ভেসেছে গঙ্গাপাড়ের ইছাপুর আর্জেন্টিনা ফ্যানস ক্লাবও।
খেলা শেষের বাঁশি বাজতেই শুরু হয়ে গেছে সেলিব্রেশন। ক্লাবের সামনের গলি থেকে বড় রাস্তা নীল সাদা বেলুনের মিছিল। পাড়ার ক্ষুদে মেসিদের হাতে উড়েছে নীল স্বপ্নের ফ্ল্যাগ।
ইছাপুর আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের রবিবাসরীয় সকালের রঙ একেবারে নীল। ফুটবলের আবেগ সব সীমান্ত ভেঙে দেয়। একথায় বলতে গেলে আর্জেন্টিনা আর মেসিতে পাগল ইছাপুরের এই ক্লাব।
তাই মেসির জন্মদিনের কেক কাটা হয়েছে ইছাপুরের আর্জেন্টিনা ফ্যানস ক্লাবেও। বিশুদ্ধ বাঙালি মতে মেসির জন্য ছিল পঞ্চব্যঞ্জনের আয়োজন। থালায় খাবার সাজিয়ে মেসির ছবির সামনেই চলেছে মেসি বন্দনা।
পুরোহিত এসে সেরে গেছেন মেসি -পুজো।আবেগ আর ভালবাসায় মিলে গেছে আর্জেন্টিনা আর ইছাপুর।