একই পরিবারে দু'জন প্রার্থী। একজন শাসকদল তৃণমূলের হয়ে, অন্যজন নির্দল। একজন জামাই, অন্যজন তাঁর শ্বশুর। কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Election 2021) জয় পেলেন জামাই, কিন্তু হেরে গেলেন তাঁর শ্বশুর।
৯৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে লড়ে জিতেছেন অরূপ চক্রবর্তী। ৩৬ বছরের বাম দুর্গের পতন ঘটিয়েছেন তিনি। অন্যদিকে, তাঁর শ্বশুর সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের তৃণমূল নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্দল হিসাবে লড়াই করে ৭২ নম্বর ওয়ার্ডে হার মানতে হয়েছে তাঁকে।
তৃণমূলের ঘরোয়া বিবাদের জেরে একই পরিবারের এক ঘরে হাসি, অন্য ঘরে হতাশা।