টোকিও অলিম্পিক্সের আসরে শনিবার সকালটা ভাল শুরু হল না ভারতের জন্য৷ স্বপ্নভঙ্গ হল বাংলারও। তিরন্দাজিতে দুরন্ত পারফর্ম করে পদক জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন বঙ্গসন্তান অতনু দাস। উঠে এসেছিলেন শেষ ষোলোয়। কিন্তু কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেন না তিনি৷ শনিবার সকালেই শেষ হয়ে গেল তাঁর অলিম্পিক অভিযান।
খারাপ খবর এল বক্সিংয়েও৷ প্রতিশ্রুতিমান বক্সার অমিত পাঙ্ঘালের অলিম্পিক অভিযানও শেষ হয়ে গেল। সব মিলিয়ে দিনের শুরুতে ভারতের সঙ্গী কেবলই ব্যর্থতা।
তবে এখনও পুরোপুরি ফিকে হয়ে যায়নি পদক জয়ের স্বপ্ন। দুরন্ত ফর্মে থাকা পিভি সিন্ধুকে ঘিরে স্বপ্ন দেখছে গোটা দেশ। পদক জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছেন তিনি। যদিও সামনে কড়া চ্যালেঞ্জ।