ISL ২০২১ মরশুমের প্রথম ম্যাচেই নিজেদের জাত চেনালেন এটিকে মোহনবাগানের(ATKMB) ফুটবলাররা। ম্যাচের তিন মিনিটের মধ্যে দলকে গোল করে এগিয়ে দেন হুগো বুমোস(Hugo Boumous)। বক্সের বাইরে থেকে নেওয়া শট সোজা জড়িয়ে যায় কেরালা ব্লাস্টার্সের(Kerala Blasters) জালে।
১-০ এগিয়ে গিয়ে ক্রমাগত আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে সবুজ-মেরুন(ATKMB) শিবির। এর মাঝেই জনি কাউকোর হাতে বল লাগলে কেরালার ফুটবলাররা পেনাল্টির আবেদন করে। যদিও তা গ্রাহ্য করেননি রেফারি। আবার গোলের সুযোগ পায় মোহনবাগান(ATKMB)। কিন্তু অল্পের জন্য বুমোস(Hugo Boumous) ফ্রি-কিক মিস করেন। ম্যাচের ২৪ মিনিটে সমতা ফেরান কেরালার আব্দুল সামাদ(Sahal Abdul Samad)। খেলার ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১।
কিন্তু এরপরই হঠাৎ জ্বলে ওঠেন রয় কৃষ্ণা(Roy Krishna)। ২৫ মিনিটের মাথায় কৃষ্ণাকে ফাউল করেন কেরালার গোলকিপার। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক রয় কৃষ্ণা(Roy Krishna)।
এর মাঝেই সবুজ মেরুন গোলকিপার অমরিন্দের(Amrinder Singh) দুরন্ত সেভ বাঁচায় মোহনবাগানকে(ATKMB)। ম্যাচের ৩৯ মিনিটে গোল করে ফলাফল ৩-১ করেন হুগো বুমোস(Hugo Boumous)। প্রথমার্থে কেরালা ব্লাস্টার্স(Kerala Blasters) ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি।