প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত আতরঙ্গী রে(Atrangi re)-র ট্রেলার। রিঙ্কু এবং বিষ্ণুর একরকম জোর করেই বিয়ে দেওয়া হয়েছে। মানে সারা আলি খান এবং ধনুশ। বিয়ে তো জোর করে দেওয়া হয়েছে, এবার তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু...এইখানেই গল্পের টুইস্ট। এইবার গল্পে এসে পড়লেন অক্ষয় কুমার।
আরও পড়ুন, প্রকাশ্যে এল 'জার্সি'র ট্রেলার, বাঁধভাঙা আবেগে ভাসলেন শাহিদ কাপুর
অক্ষয় আবার সারার পুরনো প্রেমিক। তো সারা এখন কী করে? দুটো আলাদা পৃথিবী, দুয়েতেই থাকতে চায় রিঙ্কু ওরফে সারা। নিজেই ছবির ট্রেলার ইন্সটায় শেয়ার করেছেন সারা। এর আগে ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন অক্ষয়।
২৪ ডিসেম্বর, ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে 'আতরঙ্গি রে'। রাঞ্ঝানার পর আনন্দ এল রাইয়ের সঙ্গে আবার কাজ করছেন ধনুশ। সারা-ধনুশের সঙ্গে খিলাড়িরও প্রথম ছবি এটাই।