প্রেমের সম্পর্কে টানাপড়েনের জেরে সোমবার হামলা চালানো হয় সোদপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের(St. Xavier’s Institution) নবম শ্রেণির এক ছাত্রের ওপর। জানা গেছে, আক্রান্ত ছাত্র কিংশুক ঘোষ পানিহাটি(Panihati) অ্যাঙ্গলেস নগরের বাসিন্দা।
দুষ্কৃতীদের বন্দুকের বাটের ঘায়ে জখম হয়েছে ওই ছাত্র। কোনওরকমে স্কুলের ভিতর ঢুকে প্রাণে বাঁচে সে। তার চিৎকারে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। সেখানেই হাতেনাতে ধরে ফেলা হয় চার দুষ্কৃতীকে(Goons)। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ওই এলাকায়।
খবর পেয়েই পানিহাটি দত্ত রোড এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুল(St. Xavier’s Institution) চত্বরে যায় বিশাল পুলিশ(Police) বাহিনী। অভিযুক্তদের মধ্যে ৪ জনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। সূত্রের খবর, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল তারাও স্কুল ছাত্র(School Student)।
আরও পড়ুন- Bengal Weather Update: মঙ্গলবার একটু হলেও বেড়েছে তাপমাত্রা, উত্তুরে হাওয়ার দাপট জারি রাজ্যে
জানা গিয়েছে, যে বন্দুকে(Gun) বাট দিয়ে আঘাত করা হয়েছিল ওই ছাত্রকে, সেটি নকল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রণয়ঘটিত কারণেই এই আক্রমণ। কিন্তু ঠিক কী কারণে ওই ছাত্রকে আক্রমণ করা হয়েছে, তা এখনও অজানা। এই হামলার ঘটনায় পানিহাটি দত্ত রোড এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুল(St. Xavier’s Institution) চত্বরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।