স্কুল খুলছে (Schools reopening) ঠিকই৷ তবে হাজিরা একেবারেই বাধ্যতামূলক নয়। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratyo Basu)।
রাজ্য সরকার জানিয়েছে, করোনা (Covid-19) পরিস্থিতিতে স্কুলে যাওয়া বাধ্যতামূলক নয়। পড়ুয়াদের উপস্থিতির জন্য নম্বরে কোনও প্রভাব পড়ছে না।
Bengal Schools Reopening: আইনি জট কাটিয়ে ১৬ নভেম্বরেই খুলছে স্কুল, রাজ্যের সিদ্ধান্তের পাশে হাইকোর্ট
এ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-ও জানালেন, তিনি আদালতের এই নির্দেশকে স্বাগত জানাচ্ছেন। মন্ত্রী বলেন, “আমি আদালতকে ধন্যবাদ জানাব যে তাঁরা আমাদের এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছার কথা বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী বারবার চেয়েছিলেন যে বাচ্চারা জনজীবনের মূলস্রোতে ফিরুক। তবে আমাদের দিক থেকে আসতেই হবে (স্কুলে) এমন কোনও বাধ্যবাধকতা নেই। যার ইচ্ছে হবে আসবে। যাঁদের মনে হবে আসার দরকার নেই, তাঁরা বাচ্চাকে পাঠাবেন না (স্কুলে)। কিছু ভীতি কাজ করে। তবে আমরা আমাদের দিক থেকে নিশ্চিত করতে পারি কোভিড পরিস্থিতিতে পরিকাঠামোর ক্ষেত্রে আমরা যাবতীয় প্রতিষেধক নিয়েছি।”